‘আমরা বাঙালী’র পক্ষ থেকে জেলায় জেলায় মাতৃভাষা দিবস পালন
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী৷ মাতৃভাষা বাংলাকে দাবীয়ে রেখে তৎকালীন পূর্বপাকিস্তান সরকার উর্দুকে সরকারী ভাষা হিসেবে চালু করার প্রতিবাদে ডাকা (ঢাকা) বিশ্ব বিদ্যালয়ে প্রবল ছাত্র আন্দোলন শুরু হয়৷ এই বিক্ষোভ আন্দোলন দমন করতে পাকিস্তান পুলিশ গুলি চালায়৷ ফলে ৫টি তরুণ তাজা প্রাণ অকালে ঝড়ে পরে৷ পরবর্তী কালে ১৯৬১ সালে ভারতের অসম প্রদেশেও বাঙালীদের মুখের ভাষা কেড়ে নিয়ে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অসম সরকার৷ এর প্রতিবাদে অসমের বাংলা ভাষী এলাকায় প্রবল প্রতিবাদ আন্দোলন শুরু হয়৷ অসমের শিলচর রেল ষ্টেশনে এক বিক্ষোভ আন্দোলন দমন করতে অসম সরকারের পুলিশ গুলি চালালে ১১ জন তর