গত ১৮ই আগষ্ট,২০২২ রবিবার ভরতপুর,১নং ব্লকের খয়রাতে একদিনের সেমিনারের হয়ে গেল৷ সেমিনারের প্রধান আয়োজক ছিলেন একনিষ্ঠ মার্গী শ্রীবদন ঘোষ৷ প্রশিক্ষক ছিলেন প্রবীন মার্গী শ্রী সাক্ষীগোপাল দেব, এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের ডি.এস.আচার্য বাণীব্রত ব্রহ্মচারী (ডিট.এস) প্রবীন সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত৷ সেমিনারের আলোচ্য বিষয়গুলি ছিল-ইষ্ট ও আদর্শ জীবন, মৃত্যু ও সংস্কার,মানবসমাজ এক ও অবিভাজ্য এবং অর্থনীতিতে গতিতত্ত্ব৷ বিষয়গুলির উপর, সুন্দর আলোচনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত ও সাক্ষীগোপাল দেব৷ আচার্য বিশোকানন্দ অবধূত সুমধুর প্রভাত-সঙ্গীত, সমবেত ৰাৰা নাম কেবলম্ কীর্ত্তন ও মিলিত সাধনায়