January 2023

পুরুলিয়াতে প্রভাত সঙ্গীতের প্রারম্ভিক প্রতিযোগিতা

প্রতি বছরের ন্যায় এ বছর পুরুলিয়াতে প্রভাত সঙ্গীতের প্রারম্ভিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ২৮শে আগষ্ট,২০২২ তারিখে৷ এবারের প্রতিযোগিতায় ৮৫জন প্রতিযোগী বিভিন্ন বিষয়ে অর্থাৎ নির্বাচিত অঙ্কন, সঙ্গীত, ও নৃত্যের অংশগ্রহণ করে৷

শিলচরে শনবিলে শ্রাবণী পূর্ণিমা দিবস উদ্‌যাপন

গত ১২ই আগষ্ট শিলচরে শনবিলে নৌকা বিহারে আনন্দমার্গের পক্ষ থেকে শ্রাবণী পূর্ণিমা দিবস উদ্‌যাপন করা হয়৷ ১৯৩৯ সালের শ্রাবণী পূর্ণিমাতে কোলকাতার কাশীমিত্র ঘাটে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কালি ডাকাতকে প্রথম দীক্ষা দিয়েছিলেন৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী তখন কলকাতা বিদ্যাসাগর কলেজের ছাত্র, নাম প্রভাতরঞ্জন সরকার, সেই থেকে বিশ্বের সর্বত্র আনন্দমার্গীরা এই দিনটি শ্রাবণী পূর্ণিমা হিসেবে পালন করে৷

শিলচরে চিকিৎসা শিবির

গত ৭ই আগষ্ট শিলচরের বৃহত্তর রংপুর অঞ্চলে এ্যামার্ট শিলচরের পক্ষ থেকে একটি নিঃশুল্ক চিকিৎসা শিবির করা হয়৷ উক্ত শিবিরে ২৫০ জন রোগীর চিকিৎসা করা হয় ও ঔষধ দেওয়া হয়৷ স্থানীয় ইয়ূনিটের পক্ষ থেকে শিবিরের আয়োজন করা হয়েছিল৷

 

ইটালীতে মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

গত ২২শে আগষ্ট,২০২২ ইটালীর ট্রেভিসো শহরে আনন্দ নিকেতন আশ্রমে আনন্দমার্গ চর্যাচর্য উল্লেখিত বিধিমতে মিলিত কীর্তন সাধনা অভ্যাসের পরিবেশে স্বর্গীয় অমিতাভ ক্যারর-এর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ আচার্য নিত্যশুদ্ধানন্দ অবধূত ঐ অনুষ্ঠানের পৌরহিত্য করেন৷  অবধূতিকা আনন্দ প্রপত্তি আচার্যা, আচার্য বানীব্রতানন্দ অবধূত ও আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ও অনেক মার্গীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়৷ মেদিনীপুরের মার্গী বোন শ্রীমতি জয়া চক্রবর্ত্তী ও ইটালীর সঙ্গীত শিক্ষক অমল ক্যারারের বড় ছেলে অমিতাভ শৈশব কাল থেকেই অপুষ্ট পাকস্থলী জনিত কারণে দীর্ঘ ৩৭ বছর পর্যন্ত ভুগছিল৷ অসুস্থতা সত্ত্বেও তার সুমিষ্ট ব্যবহ

হাওড়ায় আলোচনা সভা

গত ২১শে আগষ্ট হাওড়া আমতা ২নং ব্লকে ভারতী কুণ্ডুর বাড়ীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনার শুরুতে প্রভাতসঙ্গীত ও ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন পরিবেশন করে মার্গী ভাইবোনেরা৷ এরপর আনন্দমার্গ দর্শনের বিষয়ে আলোচনা করেন ভুক্তি প্রধান সুব্রত সাহা ও মহাব্রত দেব৷ বেশকিছু স্থানীয় মানুষ আলোচনায় অংশগ্রহন করেন৷

 

বাঁকুড়াতে প্রভাত সঙ্গীতের প্রতিযোগিতা

গত ২৭ ও ২৮শে আগষ্ট প্রভাত সঙ্গীতের  ৪০ বর্ষপূর্তি উপলক্ষে আনন্দমার্গ স্কুল, দূর্লভপুর, বাঁকুড়াতে দুদিন ব্যাপী প্রভাত সঙ্গীত অবলম্বনে নাচ, গান ও অঙ্কনের প্রারম্ভিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেক প্রতিযোগী ও প্রতিযোগিনীকে পার্টিসিপেশন সার্টিফিকেট, সান্ত্বনা প্রাইজ ও টিফিনের আয়োজন করা হয়েছিল৷ এছাড়া তারা প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন তাদের অতি উন্নত মানের পুরস্কার প্রদান করা হয়৷ উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট  ব্যষ্টিবর্গ উপস্থিত ছিলেন ও তাদের মধ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, উক্ত আলোচনা সভায় বক্তব্য

কান্দী ডিটের ভরতপুর ব্লকে আনন্দমার্গের সেমিনার

গত ১৮ই আগষ্ট,২০২২ রবিবার ভরতপুর,১নং ব্লকের খয়রাতে একদিনের সেমিনারের হয়ে গেল৷ সেমিনারের প্রধান আয়োজক ছিলেন একনিষ্ঠ মার্গী শ্রীবদন ঘোষ৷ প্রশিক্ষক ছিলেন প্রবীন মার্গী শ্রী সাক্ষীগোপাল দেব, এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের ডি.এস.আচার্য বাণীব্রত ব্রহ্মচারী (ডিট.এস) প্রবীন সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত৷ সেমিনারের আলোচ্য বিষয়গুলি ছিল-ইষ্ট ও আদর্শ জীবন, মৃত্যু ও সংস্কার,মানবসমাজ এক ও অবিভাজ্য এবং অর্থনীতিতে গতিতত্ত্ব৷ বিষয়গুলির উপর, সুন্দর আলোচনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত ও সাক্ষীগোপাল দেব৷ আচার্য বিশোকানন্দ অবধূত সুমধুর প্রভাত-সঙ্গীত, সমবেত ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন ও মিলিত সাধনায়

মার্গীয় বিধিতে অন্নপ্রাশন

গত ১৪ই আগষ্ট আন্দুল নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী অর্ণব কুণ্ডু চৌধুরীর পুত্রের নামকরণ  ও অন্নপ্রাশন অনুষ্ঠান ‘আনন্দমার্গে চর্যাচর্য’ বিধিমতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে স্থানীয় মার্গী ভাইবোন ও শ্রী অর্ণব কুণ্ডুর আত্মীয় পরিজনেরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন অবধূতিকা আনন্দকৃষ্ণপ্রভা আচার্যা৷ পুত্রের নাম রাখা  হয় ধেয়ান৷

 

আমতায় চারাগাছ বিতরন

গত ৭ই আগষ্ট আমতা আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে স্কুলের টিচার ইনচার্জ লক্ষ্মীকান্ত হাজরা ও সহশিক্ষকদের উদ্যোগে ১০০০ চারাগাছ জন সাধারণের মধ্যে বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷

 

হাওড়া আমতায় সেমিনার

গত ৫,৬,৭ই আগষ্ট হাওড়া জেলার আনন্দমার্গ স্কুলে দ্বিতীয় ডায়োসিস স্তরের সেমিনার  অনুষ্ঠিত হয়৷ হাওড়া ও হুগলী জেলার মার্গীভাই বোন সেমিনারে উপস্থিত ছিলেন৷ তিনদিনের এই আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের সামাজিক,অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷