গত ২২শে আগষ্ট,২০২২ ইটালীর ট্রেভিসো শহরে আনন্দ নিকেতন আশ্রমে আনন্দমার্গ চর্যাচর্য উল্লেখিত বিধিমতে মিলিত কীর্তন সাধনা অভ্যাসের পরিবেশে স্বর্গীয় অমিতাভ ক্যারর-এর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ আচার্য নিত্যশুদ্ধানন্দ অবধূত ঐ অনুষ্ঠানের পৌরহিত্য করেন৷ অবধূতিকা আনন্দ প্রপত্তি আচার্যা, আচার্য বানীব্রতানন্দ অবধূত ও আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ও অনেক মার্গীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়৷ মেদিনীপুরের মার্গী বোন শ্রীমতি জয়া চক্রবর্ত্তী ও ইটালীর সঙ্গীত শিক্ষক অমল ক্যারারের বড় ছেলে অমিতাভ শৈশব কাল থেকেই অপুষ্ট পাকস্থলী জনিত কারণে দীর্ঘ ৩৭ বছর পর্যন্ত ভুগছিল৷ অসুস্থতা সত্ত্বেও তার সুমিষ্ট ব্যবহার ও নিপুণ কন্ঠ সঙ্গীত শিল্পে পারদর্শীতার পরিচয় সকলকেই আকৃষ্ট করে ছিল৷ পরমারাধ্য ৰাৰা তাঁর সন্তানকে নিজের স্নেহময় কোলে তুলে নিয়েছেন গত ৯ই আগষ্ট৷ সকলেই মিলিত কন্ঠে ৬০নং প্রভাত সঙ্গীতটি ‘‘তোমার জিনিস তোমাকে দিয়েছি’’ পরিবেশিত হয়েছিল৷ গানটির অর্থ ইটালিয়ন ভাষায় অনুবাদ করা হয়েছিল৷ সকলেই তার আত্মার শান্তি কামনা করেন৷