পুরুলিয়াতে প্রভাত সঙ্গীতের প্রারম্ভিক প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রতি বছরের ন্যায় এ বছর পুরুলিয়াতে প্রভাত সঙ্গীতের প্রারম্ভিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ২৮শে আগষ্ট,২০২২ তারিখে৷ এবারের প্রতিযোগিতায় ৮৫জন প্রতিযোগী বিভিন্ন বিষয়ে অর্থাৎ নির্বাচিত অঙ্কন, সঙ্গীত, ও নৃত্যের অংশগ্রহণ করে৷

অনুষ্ঠান শেষে বিকেল ৪টের সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়৷ এছাড়া সকল অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়৷ প্রতিযোগিতায় অঙ্কন, সঙ্গীত ও নৃত্য বিভাগে যথাক্রমে বিচারক ছিলেন আচার্য দানব্রতানন্দ অবধূত, আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত দাদা ও শ্রীমতি সোমা চট্টোপাধ্যায়৷ পুরস্কার বিতরনী সভায় প্রভাত সঙ্গীতের গুরুত্ব সম্বন্ধে বক্তব্য রাখেন (রাওয়া কমিটির, সদস্য দিলিপ বন্দ্যোপাধ্যায় রাওয়া সেক্রেটারী দেবেন্দ্রনাথ মাহাত, ভুক্তিপ্রধান প্রফুল্ল কুমার মাহাত প্রমুখ৷