২০১৯ -র পরে  অবসর নিতে পারেন যুবরাজ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ক্রীড়াজগৎ থেকে প্রাপ্ত খবর অনুযায়ীYubaraj জানা গেছে, ২০১৯ এর বিশ্বকাপের পর অবসর গ্রহণ করতে পারেন ভারতীয় দলের একজন অভূতপূর্ব তারকা খেলোয়ার যুবরাজ সিং৷ তাঁর অবসর নিয়ে বহু জলঘোলাও হয়েছে৷ মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি, তা তো আমরা সবাই জানি৷ কিন্তু রোগমুক্ত  হয়ে তিনি যে আবার ক্রীড়াজগতে ফিরে আসবেন তা অনেকেই আশা করেন নি ও আমরাও ভাবতে পারিনি৷ কিন্তু এই অসম্ভবকে তিনি  সম্ভব করে দেখিয়েছিলেন৷ কিন্তু এত কিছু পরও গত বছর জুন থেকে জাতীয় দলে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি৷ কিন্তু হাল ছাড়তে রাজি নন তিনি৷ আইপিএল খেলার পর তিনি জাতীয় দলে খেলার স্বপ্ণ দেখছেন৷

ইংল্যাণ্ড ও ওয়েলসে ২০১৯ এর বিশ্বকাপের আসর বসতে চলেছে৷ গত দু দশক ধরে ভারতীয় জার্সিতে খেলছেন  ৩৬ বছরের  এই অলরাউন্ডার৷ ২০১১ এর বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনি, তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন৷ রোগ ধরা পড়ে ক্যান্সার৷ কিন্তু সব প্রতিকূলতাকে পেরিয়া জীবনযুদ্ধে জয়ী হয়েছেন৷ তিনি এখন স্বপ্ণ দেখছেন বিশ্ব জয়ের৷ তিনি বলেছেন ‘‘যাই হোক, ২০১৯এর বিশ্বকাপ আমি খেলতে চাই৷ এর পরই আমি অবসর নেব৷’’