ক্রীড়াজগৎ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে, ২০১৯ এর বিশ্বকাপের পর অবসর গ্রহণ করতে পারেন ভারতীয় দলের একজন অভূতপূর্ব তারকা খেলোয়ার যুবরাজ সিং৷ তাঁর অবসর নিয়ে বহু জলঘোলাও হয়েছে৷ মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি, তা তো আমরা সবাই জানি৷ কিন্তু রোগমুক্ত হয়ে তিনি যে আবার ক্রীড়াজগতে ফিরে আসবেন তা অনেকেই আশা করেন নি ও আমরাও ভাবতে পারিনি৷ কিন্তু এই অসম্ভবকে তিনি সম্ভব করে দেখিয়েছিলেন৷ কিন্তু এত কিছু পরও গত বছর জুন থেকে জাতীয় দলে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি৷ কিন্তু হাল ছাড়তে রাজি নন তিনি৷ আইপিএল খেলার পর তিনি জাতীয় দলে খেলার স্বপ্ণ দেখছেন৷
ইংল্যাণ্ড ও ওয়েলসে ২০১৯ এর বিশ্বকাপের আসর বসতে চলেছে৷ গত দু দশক ধরে ভারতীয় জার্সিতে খেলছেন ৩৬ বছরের এই অলরাউন্ডার৷ ২০১১ এর বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন তিনি, তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন৷ রোগ ধরা পড়ে ক্যান্সার৷ কিন্তু সব প্রতিকূলতাকে পেরিয়া জীবনযুদ্ধে জয়ী হয়েছেন৷ তিনি এখন স্বপ্ণ দেখছেন বিশ্ব জয়ের৷ তিনি বলেছেন ‘‘যাই হোক, ২০১৯এর বিশ্বকাপ আমি খেলতে চাই৷ এর পরই আমি অবসর নেব৷’’