অভাব

লেখক
অরবিন্দ প্রামাণিক

অভাব অভাব অভাব

চারিদিকে শুধুই অভাব

            কীসের অভাব কেন অভাব?

            সব থাকতেও অভাব

অভাব নাহিকো চালের ডালের

শুধু দেওয়া আর নেওয়ার অভাব

            নাহিকো অভাব দুষ্ট বুদ্ধির

            সৎ লোকেরই অভাব৷

শাস্ত্র আছে জ্ঞানও আছে

বিজ্ঞানেরও যুক্তি আছে

            অভাব আছে সৎ সাহসের

            সৎ বুদ্ধির অভাব৷

নেতা আছেন মন্ত্রী আছেন

নিয়ম আছে কানুন আছে

            অসৎ লোকে ভরে আছে

            সৎ চরিত্রের অভাব৷

সমাজ আছে মানুষ আছে

ভেদ বুদ্ধির ভাষা আছে

            সমাজ চক্র ঘুরে চলে

            সদবিপ্রর অভাব৷

টাকা আছে পয়সা আছে

দুষ্ক্র্মেরই টাকা আছে

            সাদা টাকা কালো টাকা

            নিঃস্বার্থ সেবারই অভাব৷

বিদ্যা আছে বোধি আছে

জ্ঞান বিজ্ঞানে ভর্ত্তি আছে

            কিন্তু দালালেতে ভরে গেছে

            সৎ সেবারই অভাব৷

সমাজ গড়ো নোতুন করে

প্রাউটকে সঙ্গে নিয়ে

            সকলকে দিশা দিয়ে

            সকলকে সাথে নিয়ে

একই দিকে ধাই

যেন পরমপুরুষকে পাই৷