আগামী বছর ইংল্যাণ্ডে ভারতীয় কোহালি বাহিনী প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ এ বি ডিভিলিয়ার্সদের বিরুদ্ধে সেই ম্যাচ হবে সম্ভবত ৫ই জুন৷ কিন্তু যে ম্যাচের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে সেই ভারত-পাক ম্যাচ হবে আগামী বছরে ১৬ই জুন ম্যাঞ্চেষ্টারে৷
কিন্তু আইসিসি এখনও পর্যন্ত সরাসরিভাবে বিশ্বকাপের সূচিপত্র ঘোষণা করেনি৷ কলকাতা চলা কালীন বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে৷ ভারতীয় বোর্ডের পক্ষ থেকে একজন কর্র্ত আগাম জানিয়েছেন যে ভারত আগামী বছর (২০১৯) ৫ই জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে৷ ২০১৯ বিশ্বকাপ শুরু হবে ৩০মে, আর ১৪ই জুলাই পর্যন্ত চলবে৷ ইংল্যাণ্ড ও ওয়েলসের মোট ১২টি মাঠে ৪৮ টি ম্যাচ খেলা হবে৷ এবারের বিশ্বকাপ পুরনো নিয়মানুযায়ী হবে বলে জানা গেছে, মোট ১০টি দল অংশগ্রহণ করবে৷ গ্রুপ লিগে মোট ৯টি দলই খেলবে৷ গ্রুপলিগে মোট ৪৫টি ম্যাচ হবে৷ তার প্রথম চারটি দল সেমি ফাইনালে খেলবে ও পরে ফাইনাল৷
খেলার সূচি সরকারীভাবে ঘোষিত না হলেও কোহালিরা পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন তা নিয়ে আগ্রহ ছড়াতে শুরু করে দিয়েছে গত মঙ্গলবার থেকেই৷ কলকাতা বোর্ডের ভিতরকার খবর ফাঁস হবার পরই সবাইকার মনে একটাই আগ্রহ বাসা বেঁধেছে যে কবে হবে ক্রিকেটের মহারণ? কারণ চ্যাম্পিয়নস ট্রফিতে গত বছর ইংল্যাণ্ডে ভারত পাকিস্তানের কাছে হেরে গেছিল৷ বিশ্বকাপে কী হবে তা নিয়ে উত্তেজনা শুরু হয় গেছে৷