২০১৭-র শেষ কয়েকটি মাস ও ২০১৮-র গোড়ার দিকে ভারতীয় ক্রিকেট দলকে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে৷ সেদিকটা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ভাল রিজার্ভ বেঞ্চ তৈরী রাখার কথা ভেবেই আসন্ন অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচগুলিতে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখে দল গড়ছেন৷ এই লক্ষ্যে অশ্বিন-জাদেজাকে বিশ্রামে রাখা হচ্ছে এই সিরিজে৷ দলে থাকবেন কেদার যাদব৷ শ্রীলঙ্কা সিরিজে ব্রেক-থ্রু দেওয়ার ক্ষেত্রে কেদার ভাল পারফরম্যান্স করেছেন৷ দলে থাকছেন অক্ষর প্যাটেল, যজুবেন্দ্র চাইল৷ রোটেশন পদ্ধতিতে সকলকে সুযোগ দিয়ে দেখে নেওয়ার পক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলটি এইরকম---বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মনীশ পাণ্ডে, কে এল রাহুল, এম এস ধোনী, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাইল, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব৷