অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

করিমগঞ্জ ঃ গত ২৫শে সেপ্ঢেম্বর অসমের  সাদারাশিতে  এখানকার  বিশিষ্ট আনন্দমার্গী অর্পণ চন্দের গৃহপ্রাঙ্গনের অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷  ‘ৰাৰা নাম কেবলম্’- এই অষ্টাক্ষরী মহামন্ত্রের অখন্ড নাম সংকীর্ত্তনে করিমগঞ্জ , সাদারাশি,  নয়াগ্রাম প্রভৃতি  এলাকার আনন্দমার্গীরা যোগদান করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন  আচার্য শুভ্রজ্যোতিষানন্দ অবধূত, আচার্য রাজীব ব্রহ্মচারী, তুষারকান্তি দাস, গীতা রায় প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত৷ সাধনা ও স্বাধ্যায়ের পর সাধনা ও কীর্ত্তন  মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য শুভ্রজোতিষানন্দ অবধূত ও  ডাঃ সুশীল রায় মহাশয়৷  সবশেষে নারায়ণ সেবায়  দুই শতাধিক মানুষকে আপ্যায়িত করা হয়৷

পাঁশকুড়া ঃ গত ১লা অক্টোবর পাঁশকুড়ায় শ্রী অসিত মিত্রের পুত্র জ্যোতির্ময় পন্ডিতের জন্মদিবস পালন উপলক্ষ্যে ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের ৩ ঘন্টাব্যাপী অখন্ডকীর্ত্তন অনুষ্ঠিত হয় ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনান্তে বক্তব্য রাখেন শ্রী সুভাষ প্রকাশ পাল ও শ্রী রাধেশ্যাম মন্ডল৷ শ্রী সুভাষ প্রকাশ পাল বলেন, ‘মানবজীবনের গুপ্ত গায়ত্রী হ’ল ‘ভবিসচ’৷ ‘ভ’ বলতে বোঝায় ‘ভগবান’, ‘বি’ বলতে ‘বিনয়’, ‘স’ বলতে ‘সংযম’ ও ‘চ’ বলতে চারিত্রিক দৃৃঢ়তা৷ ‘ভগবান’কে  জীবনের ধ্রুবতারা করে চলতে হবে৷ ‘বিনয়ী’ হতে হবে, অহংকার হচ্ছে পতনের মূল৷ ‘সংযম’ অর্থাৎ  মনের  নানান ‘বৃত্তি’ রয়েছে যেগুলি  মনকে প্রতি মূহূর্তে  কু-পথে চালিত করতে চায়৷  তাই ‘সংযম’ অভ্যাসের  দ্বারা  মনকে নিয়ন্ত্রণ  করতে হবে৷ আর দরকার ‘চারিত্রিক দৃঢ়তা’৷

অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন তথা  পরিচালনা  করেন  মানস  কালচার  ও পার্থ সারথি পাল৷  সবশেষে  নারায়ণ  সেবার আয়োজন করা হয় ও শতাধিক ব্যষ্টিকে অপ্যায়িত করা হয়৷

সরশুনার ঃ দক্ষিণ কলকাতার সরশুনার ক্ষুদিরাম পল্লীতে গত ১২ই সেপ্ঢেম্বর শ্রী লক্ষ্মণ পাল মহাশয়ের ধ্যানমন্দিরে ৬ ঘন্টাব্যাপী  ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখন্ড কীর্ত্তন পরিচালনা করেন  আচার্য কল্যাণাত্মানন্দ অবধূত৷ দক্ষিণ কলকাতার প্রায় সমস্ত আনন্দমার্গীরাই এই অখন্ডকীর্ত্তনে অংশ গ্রহণ করেন৷ কীর্ত্তনের  পর আচার্য কল্যাণাত্মানন্দজী কীর্ত্তন  মহিমা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কীর্ত্তন মানুষের  অন্তরকে পবিত্র করে৷ যাঁরা কীর্ত্তন করেন ও যাঁরা কীর্ত্তন শোনেন সবারই কল্যাণ হয়৷

ঢাকুরিয়া ঃ গত ১৭ই সেপ্ঢেম্বর ঢাকুরিয়া ২নং ব্লকে শ্রী বিনয় বিশ্বাসের বাড়ীতে অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এখানে কীর্ত্তন  পরিবেশন করেন অবধূতিকা আনন্দমনোরমা আচার্যা, সর্বশ্রী কুমুদ দাস, নিত্যানন্দ দাস, দীপঙ্কর মন্ডল প্রমুখ ৷  কীর্ত্তন শেষে দুই শতাধিক ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷