সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়
অনেকেরই মনে আছে ক্রিকেট আম্পায়ার ড্যারেন হেয়ারকে, যিনি মুরলিকে চাকার, পাকিস্তানের খেলোয়াড়দের বল বিকৃতি করার দায়ে অভিযুক্ত করেছিলেন৷ সেই অষ্ট্রেলিয়ান আম্পায়ার ৯ হাজার অষ্ট্রেলিয়ান ডলার চুরি করে ধরা পড়েছেন৷