এ প্রেম ঐশ্বর্য্য আমার
শুক্তির বুকে ভালবাসা৷
আবেগ ভরা অবশতা
ছোট্ট প্রাণের মহৎ আশা৷
মোহময় এই স্বপ্ণের রঙ্গে
জীবনের কথা বলা৷
হারিয়ে যাওয়ার নিশানায়
একই সাথে পথ চলা৷
বন্ধুর পথে বন্ধু এ প্রেম
আবেশের ব্যাকুলতা৷
মরু সাহারায় নির্ঝরিণী
আবিল হিয়ার পবিত্রতা৷
অসীমের উড়ান আমার
যুগান্তরের পথ চাওয়া৷
তোমার প্রেমের অনুভব
মোহনায় এসে মিশে যাওয়া৷
- Log in to post comments