লেখক
সাধনা সরকার
চড়াই, বাবুই, টুনটুনিকে
দাও না একটু ঠাঁই,
গাছ কেটো না কেটো না গো
ওগো মানুষ ভাই৷
ফুরুৎ ফুরুৎ উড়ছে কেমন
চোখ ঘুরিয়ে চায়,
ওরা আছে আমরা আছি
আকাশ ভরে তায়৷
বেঁচে থাকার এমন সুবাস
আছে বা কোন্খানে৷
আকাশ-বাতাস সবার সাথে
এমন মনের টানে৷
এই পৃথিবীর ভালবাসা
বড্ড ভালবাসি,
দু-হাত পেতে দাঁড়িয়ে আছি
দাও না রাশি রাশি৷
- Log in to post comments