ভারতের ব্যাডমিণ্টন তারকা পি ভি সিন্ধু গত ২৮ আগষ্ট গ্লাসগোতে জাপানী খেলোয়াড়ের বিরুদ্ধে স্বপ্ণের লড়াই লড়লেন৷ ১ ঘণ্টা ৪৯ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিন্ধুকে রূপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হ’ল৷ জাপানী খেলোয়াড় ওকুহারা সোনা জিতলেন৷ এই ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত্ত ছিল রুদ্ধশ্বাসে ভরা৷ যে কেউ জিততে পারে---এমন অবস্থা৷ অবশেষে ভারতের সিন্ধুকে হারিয়ে সোনা জিতে নিলেন ওকুহারা৷ পরাজিত হওয়ার কারণ---তৃতীয় গেমের পর ক্রমশঃ ক্লান্তিতে নিজের ক্ষিপ্রতা ধরে রাখতে পারেননি সিন্ধু৷ তবুও যে লড়াই তিনি লড়েছেন তাতে উপস্থিত তারকা খেলোয়াড়রা তো বটেই, যাঁরা টি.ভি.তে ম্যাচ দেখেছেন তাঁরাও সিন্ধুর খেলার প্রশংসা করেছেন৷
খেলা শেষে সাংবাদিক সম্মেলনে পি ভি সিন্ধু বলেন---সাধ্যমত লড়েছি৷ একটু ক্লান্তি এসে যাওয়াতেই ছিটকে গেল সোণার পদক৷ কিন্তু রূপো পেলেও যে লড়াই হয়েছে তাতে আমি খুশী৷