সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়
প্রথম ম্যাচে একটু এলোমেলো ফুটবল খেলে ভারত আমেরিকার কাছে ৩-০ গোলে হেরে যায়৷ দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ভারত হারলেও একটি গোল করতে সক্ষম হয়েছে৷ এই ম্যাচে ভারত যে ফুটবল উপহার দিয়েছে তাতে আশা করা যায় ঘসা-মাজা হলে ভারত আন্তর্জাতিক মানের ফুটবল উপহার দিতে পারে৷ ভাগ্য সহায় হলে এই ম্যাচটা জিততেও পারত ভারত৷ ভারতের হয়ে গোল করেন জিকসন৷ প্রথমার্ধে বরিস সিংয়ের সঙ্গে ওয়াল খেলে হুগলীর ছেলে অভিজিৎ সরকার যে শট কলম্বিয়ার গোলে রেখেছিলেন তা সরাসরি কলম্বিয়ার গোলকিপারের হাতে চলে যায়৷ একটি ডাইনে বা বাঁয়ে ওই শট থাকলেই গোল পেয়ে যেত ভারত৷ যাই হোক বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়ে ভারত যে খেলাটা খেলছে তা এককথায় অনবদ্য৷