বন্দেমাতরম্

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

কত শহীদ জীবন দিয়ে

          রাখল জাতির নাম

প্রাণের মায়া তুচ্ছ করে

          ধরল সংগ্রাম৷

বন্দী হ’ল কারাগারে

          পরলো মরণ-ফাঁসি,

বুক ফুলিয়ে শির উঁচিয়ে

          হাসলো বীরের হাসি৷

হাতে পায়ে পরলো শেকল

          গেলো দীপান্তর,

জ্বাললো আগুন, মারলো শত্রু,

          করলো না ভয়-ডর৷

দাসত্ব মেনে বিদেশীর সাথে

          জীবন করেনি লগ্ণী,

স্বরাজ-স্বপ্ণে মুক্তি-যজ্ঞে

          ওরা লেলিহান অগ্ণি৷

সহ্য করেছে কত যন্ত্রণা

          লাঞ্ছনা নির্মম,

একটি শুধু মন্ত্র জপে’---

‘        বন্দেমারতম্’৷৷