সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি ঃ
সময়
স্কিল ফুটবল ব্রাজিলের রক্তে৷ যে দলটা ভারতে এসেছে বিশ্বকাপ খেলতে তাদের মধ্যে পওলিনহো সেরা স্কিল ফুটবলার৷ ঠিক যেন জুনিয়র নেইমার৷ এছাড়া ব্রেনার প্রমুখেরা ভাল বল কণ্ট্রোলার৷ প্র্যাকটিসে দেখা গেল একটি ছোট্ট জায়গায় জনা কুড়ি ফুটবলারকে একটি বল দিয়ে কোচ বল কন্ট্রোলের অনুশীলন করাচ্ছেন৷ সেখানেই দেখা গেল অসম্ভব বল দখলে রাখতে পারে এই বছর পনেরো-ষোল-র ফুটবলাররা৷