চার ম্যাচে ১৪ গোল ইষ্টবেঙ্গলের

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

গত বুধবার লীগের চতুর্থ ম্যাচে ৩-০ গোলে সার্দান সমিতিতে হারানোর পর চার ম্যাচে ১৪ গোল করে ফেলল৷ ইষ্টবেঙ্গল৷ এদিনের গোলদাতারা হলেন---রালতে, সামাদ ও আমন৷ লাল-হলুদের সিরিয়ান মিডফিল্ডার মহম্মদ আল আমন এদিন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান৷ এই ম্যাচের ৫৬ মিনিটে আমনের পাস থেকে রাইটব্যাক সামাদ আলি মল্লিকের সেণ্টারটি আচমকা বাঁক নিয়ে দ্বিতীয় পোষ্টের কোন ঘেঁষে বিপক্ষের জালে জড়িয়ে যায়৷ লীগের অন্যতম সেরা গোল এটি৷ ধীরে ধীরে ইষ্টবেঙ্গল খেলোয়াড়েরা খোলস ছাড়ছেন৷ যত দিন যাচ্ছে ততই তাদের মধ্যে বোঝাপড়া বাড়ছে৷ প্রচণ্ড ওয়ার্ক লোড নিচ্ছেন সিরিয়ান মিডফিল্ডার আমন৷ দলকে নেতৃত্ব দেওয়ার ও সারা মাঠ জুড়ে খেলার অনবদ্য কৌশল রয়েছে এই খেলোয়াড়টির মধ্যে৷ সার্দানের খেলোয়াড়রা সবসময় ডিফেন্সিভ ফুটবল খেলেনি৷ তারা যথাসাধ্য আক্রমণেও গেছে৷ বেশ কয়েকবার তারা ইষ্টবেঙ্গলের গোলের মুখ ওপেন করেছিল কিন্তু শেষ কাজটি করতে পারেনি৷ ইষ্টবেঙ্গলের বেশ কয়েকটি আক্রমণকে প্রতিহত করেন সার্দানের গোলরক্ষক ও ডিফেন্সের খেলোয়াড়রা৷ ময়দানে এখন দেখা যাচ্ছে ছোট দলগুলি বড় দলের বিরুদ্ধে সারাক্ষণ ডিভেন্সিভ খেলে শুধু গোল আটকানোর চেষ্টায় ব্যস্ত থাকছে না৷  আক্রমণেও তারা খেলোয়ার বানাচ্ছে এবং অনেকটা ওপেন ফুটবল খেলছে --- যা বাংলা তথা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে ইতিবাচক৷