চলো আঁধার পেরিয়ে যাই

লেখক
আচার্য নিত্যসত্যানন্দ অবধূত

চলো আঁধার পেরিয়ে যাই আলোর পানে৷

এসো ভূবন ভরিয়ে দিই গানে গানে৷৷

এসো গিরি-মরু-কান্তার যাই পেরিয়ে,

এসো সুনীল আকাশ-সীমা যাই ছাড়িয়ে

জাগি নূতন দিনের নব স্বপ্ণ নিয়ে---

যত দুঃখ-ব্যথা মোরা ভাগ করে’ নিই৷৷

যত বিঘ্ন বাধা এই ধরণী তলে,

চলো যাই চলো যাই দু’পায়ে দলে’৷

বলো, ‘‘অমৃত-পু মোরা মৃত্যুঞ্জয়,

যত অত্যাচারীর ত্রাস, মোরা দুর্জয়

মোরা ভোরের পাখী যত আঁধার রাতে---

ভোর হলো, ভোর হলো ডাক দিয়ে যাই’’৷