চলতি ভারত-অষ্ট্রেলিয়া সিরিজে টীম ইণ্ডিয়া খুব শক্তিশালী

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা, মুম্বাই
সময়

অষ্ট্রেলিয়ার ভারত সফর অষ্ট্রেলিয়ার পক্ষে সুখকর নয়৷ তাদের ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথের ওপর ভরসা করে খেলতে হচ্ছে৷ ফলে এই দুই ব্যাটসম্যান ভাল রান না পেলেই সমস্যায় পড়ছে দল৷ অন্যদিকে ভারত ব্যাটিংয়ে বেশ শক্তিশালী৷ কোনও খেলোয়াড় ব্যর্থ হলেও অন্যজন তার অভাব পূরণ করে দিচ্ছেন৷

বোলারদের মধ্যে প্যাট কামিন্স আর কোল্টার নাইল অষ্ট্রেলিয়ার পক্ষে ভাল বোলার৷ স্পিনার অ্যাস্টন অ্যাগরও খুব খারাপ বল করছেন না৷ কিন্তু সমস্যা হচ্ছে তখনই যখন গভীরতা সম্পন্ন ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় না ফেলতে পারায়৷ অন্যদিকে কুলদীপ আর চাহাল ভারতীয় এই দুই স্পিনার বেশ সাহসী৷ বারে বারে বিপাকে ফেলছেন অষ্ট্রেলিয়দের৷ ফলে বাজিমাত করছে ভারত৷ কুলদীপ যাদব তো ইডেনে হ্যাটট্রিক করলেন৷ অষ্ট্রেলীয়দের অ্যারন ফিঞ্চ ভাল ব্যাটসম্যান হলেও অসুস্থ৷ ফলে সমস্যায় অষ্ট্রেলিয়রা৷ তৃতীয় একদিনের ম্যাচে অষ্ট্রেলিয়া ভাল ব্যাট করেছিল প্রথমে ব্যাট করে৷ ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৯৩ রান৷ যদিও পিচ ছিল ব্যাটিং সহায়ক৷ একসময় তো ১ উইকেটে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ডেভিড ওয়ার্নাররা৷ তবুও তিনশ’ রানের গণ্ডী পার করতে পারেনি৷ কারণ শেষ দিকে হার্দিক পাণ্ডিয়া পটাপট দুটো উইকেট তুলে নেন৷ তারপর থেকেই অষ্ট্রেলিয়ার রানের গতি তেমন বাড়েনি৷ টার্গেট ভারতের কাছে খুব সহজ ছিল না৷ তবুও পাঁচ উইকেট হারিয়ে ৪৭তম ওভারেই জয়ের জন্য প্রয়োত্বজনীয় রান তুলে নেয় ভারত৷ অলরাউণ্ডার হার্দিক পাণ্ডিয়া ৭২ বলে ৭৮ রান করেন৷ সব মিলিয়ে চলতি সিরিজের ফল যদি ভারতের পক্ষে ৫-০ হয় তাহলে অবাক হওয়ার কিছুই নেই৷