ছুটে যায়

লেখক
জয়া সাহা

মানুষ জীবনে লক্ষ্য হারিয়ে

টালমাটাল পায়ে এগিয়ে চলেছে,

তাই তো কোথাও ভূমিকম্প, কোথাও সুনামি,

কোথাও খরা, আবার কোথাও বন্যা৷

মারামারি, কাড়াকাড়ি, সন্ত্রাস, জঙ্গিহানা

দূষণের জ্বালায় বাতাস করছে হাঁসফাঁস৷

সব কিছুর মাঝেও একটা উজ্জ্বল আলো

তোমায়আমায় হাতছানি দিচ্ছে

যেন বলছে তাঁর পানে ছুটে চলাই

জীবনের লক্ষ্য, জীবনের গতি৷

হে আলোর প্রতিভূ, আলোর দিশারী

তোমারে জানাই মোর শতশত প্রণতি৷

অস্থির মন যায় না যেতে তোমাপানে

ছুটে চলে অন্য কোথায় অন্য কোন খানে৷

আমারে রেখো প্রভু তোমার স্মরণে

তুমিই আমার, তুমিই আমার শ্রেয়

থেকো মোর সাথে জনমে জনমে৷