লেখক
রতন কুমার দে
কত ভাবে নাড়া দাও
এ হূদি মাঝার
আর কত পথ চেয়ে
রহিব তোমার৷
যা কিছু দিয়েছো প্রভু
তোমার এ জগতে,
তৃষিত মনের তৃষা
মেটে না তাতে৷
তুমি দেখা দিলে প্রভু
সকলি মিটিবে,
আর রেখো না প্রভু
এভাবে আমারে৷
প্রভু, দেখা দাও আমারে৷৷
- Log in to post comments