এমন বৃষ্টি

লেখক
রতন কুমার দে

এমন বৃষ্টি এখনও দেখিনি আমি

ঘন কালো মেঘ মুষলধারায়

বৃষ্টি আসিছে নামি

দিনের আলো ঢেকে দিয়ে

যেন রাত্রি এসেছে নামি

                সকলি গিয়াছে থামি৷

জলে থৈ থৈ পথ মাঠ ঘাট

বনাঞ্চল হ’ল যে শ্মশানঘাট

বাঁধ ভেঙ্গে নদী বন্যা ঘটাল

                জলে জল একাকার৷

গ্রামের বাড়ী মাটিতে লুটালো

বিদ্যালয় বন্ধ হ’ল

ফসল জলে নষ্ট হ’ল

কত মানুষের মৃত্যু হ’ল

গ্রাম থেকে গ্রাম চুরমার

গরীব আরও গরীব হ’ল

                হাহাকার শুধু হাহাকার৷

যারা বেঁচে আছে কে দেবে ঠাঁই

কে দেবে খাবার আরও যা দরকার

অসহায়–এদের কে হবে সহায়

দেবে আশ্বাস

নদীর বাঁধ ভাঙ্গবে না আর

দূর হবে সংশয়৷

                পাবে তারা নিস্তার৷