ইচ্ছাপূরণ

লেখক
কল্যাণী ঘোষ

নিশিদিন আমায় তুমি

                অভয় দিয়ে যাও গো–

                অভয় দিয়ে যাও৷

তোমার ইচ্ছা পূর্ণ করো

                যাহা ‘তুমি’ চাও গো–

                যাহা ‘তুমি’ চাও৷

অরিরে ধ্বংস করে–

                জীবেরে বাঁচাও গো,

                জীবেরে বাঁচাও৷

সবার তরেই আসা–

   সবারে বুঝতে দাও গো–

   সবারে বুঝতে দাও৷৷