ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়

লেখক
বিভাংশু মাইতি

ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়

                ফুল ফোটে পাখী গায়,

                                রাত ভোর হয়৷

                শিশু কাঁদে রবি হাসে

                                মধু বায়ু বয়

ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়৷

                *    *    *

প্রভু তোমায় রাখবো ধরে মনে

খেলা–ধূলা পড়াশুনায়

সব কাজে সব–খানে

ঈশ্বর তোমায় রাখবো ধরে মনে৷

সকাল বেলায় ঘুম ভাঙলে

ধরবো তোমায় মনে

রাতের বেলায় ঘুমিয়ে যাব

ওই রাঙা চরণে

ভুলবো না কখনো তোমায়

রাতে কিংবা দিনে

প্রভু তোমায় রাখবো ধরে মনে৷