লেখক
প্রভাত খাঁ
বন্ধ ঘরের অন্ধকারে মনটাকে
আর আটকে রাখিস্ নারে৷
নোতুন আলোর পরশখানি পেতে
দে না তারে সুযোগটুকু করে৷
জীবন বড়ই ক্ষণস্থায়ী জেনেও
মায়ার ফাঁদে পা দিয়ে তুই চলিস্৷
সৎকর্মই আসল কর্ম বুঝেও
তবু কেন দূরে দূরে থাকিস্৷
করবো, করবো বলে আর
বৃথা সময় নষ্ট করিস না৷
উঠবো, উঠবো, উঠবো বলে
ঘুমঘোরে আর পড়ে থাকিস না৷
দেখ্না চেয়ে আকাশ-বাতাস
ডাকছে সদাই তোরে৷
তারই মহান বাণী তোর মনেতে৷
স্পন্দিত হয় আজিও এ নোতুন ভোরে৷
- Log in to post comments