জয়

লেখক
কল্যাণী ঘোষ

গগনে পবনে একটি বাণী ধ্বনিত হয়

সদা সত্যেরই জয় সত্যেরই জয়৷

এসো সবাই বাজাই জয়ের ডঙ্কা,

নির্ভয়ে থাকি নেই আর কোন শঙ্কা

শোন, ডাকিছে মোহন, বাঁশীর সুরে,

দিচ্ছে নাড়া সবার হূদয়পুরে

এসো সবাই নাহি ভয় নাহি ভয়,

সত্যের পিছে আছে মঙ্গলময়৷

থাকবে না থাকবে না কারো কষ্ট

ধর্মের অসিতে করবে বিনষ্ট৷

মিথ্যাচারীর নেই কোনও স্থান,

এসো মোরা গাই মহা মিলনের গান৷