সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়
ভারতীয় ক্রিকেটের জন্যে খবরটা মোটেই সুখকর নয়৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র হ’ল বললে ভুল হবে বললে ভাল হয় যে ভারত এই জয় হাতছাড়া করল৷ ৪১০ রান করতে হবে এই লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা৷ ৫ উইকেটে ২৯৯ রান তোলার পর দুই অধিনায়ক ম্যাচ ড্র-এর সিদ্ধান্ত নেয়৷ দিল্লীর ফিরোজ শা কোটলায় যখন সকলে ভাবছেন ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা তখনই শ্রীলঙ্কার ব্যাটসম্যান কতটা অপ্রত্যাশিত ভাবেই ভারতীয় বোলারদের মোকাবিলা করে এই টেস্টকে ড্র রাখতে সমর্থ হন৷