মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর ঃ গত ২২শে জুলাই বড়রোলা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী বাসুদেব কুমার পরলোক গমন করেন৷ ২৯শে জুলাই প্রয়াত বাসুদেব কুমারের মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান হয়৷

তিন ঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ সংকীর্ত্তনের পর আনন্দমার্গের সমাজ শাস্ত্রানুসারে এই শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানের পর প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আচার্য শিবব্রতানন্দ অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত৷ স্থানীয় আনন্দমার্গী ধনঞ্জয় মাহালী প্রমুখ৷ তাঁরা তাঁদের বক্তব্যে প্রয়াত বাসুদেব কুমারের গভীর আদর্শ প্রীতি, সাধনা ও সেবাপরায়ণতার কথা বলেন৷

তাঁদের বক্তব্য থেকে জানা যায়, তিনি ‘বাবা’র ওপর বই লিখেছেন ও প্রতিবছর তিনি তাঁর বাড়ীতে ২৪ ঘন্টা অখন্ড ‘বাবা নাম’ কীর্ত্তনের আয়োজন করতেন৷