মহাপ্রয়াণ

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

একুশে অক্টোবর ১৯৯০---তোমার মহাপ্রয়াণ৷

চোখে অবিরাম অশ্রুধারা, অব্যক্ত যন্ত্রণায় দগ্দ পরাণ৷

স্তব্ধ বৃক্ষলতা, মূক পশুপাখী, চঞ্চল শিশু সহসা গম্ভীর

আকাশে বাতাসে বিষাদের বাঁশী উত্তাল অম্বুধি হ’ল ধীরস্থির

অনিন্দ্য সুন্দর পার্থিব দেহ পঞ্চভূতে হয়েছে বিলীন

ভূবন-ভোলানো তোমার মধুর হাসি স্মৃতিপটে চির অমলিন

কাঁদায়ে সকলে তুমি চলে গেলে, ‘অজানা পথিক’ কোন্ সে অচিনপুরে

নোতুন পৃথিবী গড়ার আশ্বাস সদা-প্রোজ্জ্বল সমগ্র চরাচরে

হৃদয়তন্ত্রীতে সততঃ শুণি তোমার সুরের ঝঙ্কার

মহাবিশ্বে মন্দ্রিত অব্যয় অমৃত প্রণব-ওঁঙ্কার

সুষুপ্তির আঁধারে খঁুজি তোমায়, ভাঙে ঘুম বারে বারে

জাগ্রতের বাস্তবে পাই অনুভবে, ক্ষণিকে হারাই অসীম শূন্যতার হাহাকারে

বলেছ তুমি, থাকবে কাছে, প্রতি অণু-পরমাণু মাঝে

পরশ যেন পাই হে পরমপ্রিয়, তোমারই অভীষ্ট কাজে

জানি ও মানি, তুমি আছো সাথে সবখানে সারা বেলা

কেন তবে তাপিত-নীরে ভাসে গো নয়ান, বুঝি না তোমার লীলা৷