লেখক
শুভ্র ড্যানিয়েল
তুমি মানুষের সন্তান
তুমি বিধাতার সেরা দান৷
বুদ্ধি–বোধিতে তুমি
ছঁুয়েছ যে আগ্মান৷
হূদয়েতে তাঁকে রেখে
মানুষকে ভালোবাসো
ভালোবাসো তরুলতা
পশুপাখি ভালোবাসো৷
আকাশ বাতাস মাটি
গিরি নদী ভালোবাসো
অপ্রাণিন্ যত আছে
সব কিছু ভালোবাসো৷
তোমার বুদ্ধি–শক্তি
হূদয়–গভীরে ভক্তি
মন প্রাণ দিয়ে
সব প্রাণী নিয়ে
এক পরিবার গড়ো –
তাতে আনন্দ ভরো৷
এ এক তত্ত্ব অভিনব
মানবতাবাদ–নব৷
- Log in to post comments