নীড় হারা

লেখক
জ্যোতিবিকাশ সিনহা

আমি নীড় হারা এক পাখী

অনন্ত নীলিমায় ভাসি দিবারাতি

পৃথিবীর কোন বাঁধনে নেইকো আমি বাঁধা

দূর আকাশে চাঁদের দেশে

আমার যাওয়া-আসা

গোধুলি বেলার রক্তরাগ প্রতিদিন মাখি

আমি নীড় হারা এক পাখী৷৷

তারাগুলো শোণায় যত অজানার কথা

জমিয়ে রাখি সব অচিন দেশের গাঁথা

হাওয়ার দোলায় মেঘের ভেলায়

দোলে আমার কান্না-হাসি

আমি নীড় হারা এক পাখী৷

বিশ্বজুড়ে কত ভাঙ্গা-গড়ার খেলা

দূর আকাশে ভেসে দেখে যাই একেলা

কোথাও শোষণ, কোথাও তোষণ

আপন আপন গরিমা ঘোষণ

আমি সবার পাওয়া হারাবার

            একটি নীরব সাক্ষী

আমি নীড় হারা এক পাখী৷৷