নোতুন দিনের স্বপ্ন

লেখক
সুখরঞ্জন সরকার

নোতুন যুগ এসে গেছে, এলো নতুন দিন,

নোতুন দিনের স্বপ্ণে আমার  মন হ’ল রঙিন৷

নোতুন দিনে মনটাকে তাই নোতুন করে নিয়ে,

মিশে যাব সবার মনে ভালোবাসা দিয়ে৷

মনের মাঝে উঠছে বেজে, নোতুন নোতুন সুর,

এই সুরেতে মনের বিষাদ করব আমি দূর৷

সবার সাথে মিলে মিশে বাঁধব সুখের ঘর,

সবাই আমার হবে আপন থাকবে না কেউ পর৷

হাসিমুখে সবার সাথে করব আলাপন,

করব নাকো কারো সাথে অসদ্ আচরণ৷

সুখ–দুঃখের সমভাগী হব সবার সনে,

হিংসা দ্বেষের ঘৃণ্য বাসা বাঁধবো নাকো মনে৷

ধর্ম বর্ণের বিঘ্ণ বিভেদ ভুলে যাবে মন,

সেই তো হবে মানবপ্রেমের শ্রেষ্ঠ নিদর্শন৷

নোতুন দিনে সবার মনে জ্বালবো জ্ঞানের বাতি,

সহজ সরল মাটির মানুষ হবে পথের সাথী৷

বিশ্বপ্রেমে মনের বাঁধন অটুট হবে যবে,

নোতুন দিনের স্বপ্ণ তখন সফল হবেই হবে৷৷