সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ইমাদপুরে (বীরভূম) প্রভাত সঙ্গীতের প্রতিযোগিতা হয়৷ এই প্রতিযোগিতায় ১২০ জন প্রতিযোগী যোগদান করেন৷ তারমধ্যে সঙ্গীতে ১২ জন, নৃত্যে ৪৮জন ও অংকনে ৫০ জন৷ সঙ্গীত প্রতিযোগিতা পরিচাালনা করেন কেশব মজুমদার (ভুক্তিপ্রধান), নৃত্যপ্রতিযোগিতা পরিচালনা করেন মধুসূদন কৈবর্ত ও অংকন প্রতিযোগিতা পরিচালনা করেন অমিয় দাস৷
অনুষ্ঠানের পর ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরসৃকত কর হয়৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত, গোপিকারঞ্জন মুখার্জী ও কাঞ্চন চ্যাটার্জী৷