ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন ফিটনেস যদি ভাল রাখা যায় তবে একজন খেলোয়াড় নিজের চল্লিশ বছর বয়স পর্যন্ত চুটিয়ে খেলতে পারেন আন্তর্জাতিক ম্যাচ৷ সেকথা মাথায় রেখেই তিনি ট্রেনিংয়ে কোনও ফাঁকি দিতে চান না৷ ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার শঙ্কর বাসুর তত্ত্বাবধানে ক্রিকেটাররা ট্রেনিং করেন৷ শ্রীবাসুর কথায় বর্তমানে ফিটনেসের বিচারে বিরাট এক নম্বরে৷ আর যাঁরা ভারতীয় দলে রয়েছেন তাঁরা প্রত্যেকেই ফিটনেসের ব্যাপারে এই কড়া স্যারের নির্দেশে চলেন৷ দল যে ভাল পারফরম্যান্স করছে তার মূলে এই ফিটনেস সে কথা মনে করিয়ে দিলেন শঙ্কর বাসু৷
টেষ্টে সাড়ে পাঁচ হাজার রান পার করে ফেলেছেন বিরাট কোহলি৷ আর ওয়ান ডে-তে সাড়ে আট হাজার রান অতিককক্রম করার মালিক বিরাট সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে দেশের উঠতি খেলোয়াড়দের উৎসাহিত করার জনে বছরে দু-কোটি টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছেন৷ ভারতীয় অধিনায়কের বক্তব্য দেশে প্রতিভার অভাব নেই, কিন্তু পরিকাঠামো আর অর্থের অভাবে অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়৷ তাই ভাল খেলোয়াড় তুলে আনতে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাঁর বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে ভারতের দোনাচার্য ব্যাডমিণ্টন তারকা পুল্লেলা গোপীচাঁদ৷