ফুটবলপ্রেমী কলকাতায়, রিলায়েন্সের যুব ফুটবল খেলার জনপ্রিয়তা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতায় শুরু হল  রিলায়েন্স ফাউন্ডেশন আয়োজিত যুব ফুটবল টুর্র্নমেন্ট৷ রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোটর্স আয়োজিত ন্যাশান্যাল স্কুল ও কলেজ ফুটবল শুরু হল কলকাতারW.B.U.A.F.S -এর মাঠে৷ প্রথম  দিন দুটো ম্যাচ ছিল৷ প্রথম ম্যাচে সামনাসামনি হয়েছিল টেকনো ইন্ডিয়া সল্টলেক ও ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজম্যান্ট ৷ টেকনো ইন্ডিয়া ৪-১ গোলে ম্যাচ জিতে যায়৷ টেকনো ইন্ডিয়ার হয়ে গোলগুলি করেন যথাক্রমে রাষ্ট্রি সাহা, সাজিদুল ইসলাম, ও সায়ক চক্রবর্তী৷ ইউনিবাভার্সিটি ইঞ্জিনিয়ারিং নিজেরাই নিজেদের গোলে একটি বল ঢুকিয়ে  ব্যবধান  আরও বাড়িয়ে দেয়৷ এই খেলার প্লেয়ার  অফ দা ম্যাচ নির্র্বচিত হয়েছেন শুভজিৎ মজুমদার৷ অন্যম্যাচে মুখোমুখি হয়েছিল ক্ষুদিরাম কলেজ ও রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ৷ রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ ১-০ গোলে জয়ী হয়৷ ম্যাচের গোলটি  করেন পুলক মালিক৷ এই ধরণের  খেলার আয়োজনে খুশি সব অংশগ্রহণকারী দলগুলি৷ দ্বিতীয় বছরে দেশের ১৭ টি শহরে ৪,৩৯০টি স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে এই টুর্র্নমেন্টে৷ বিভাগীয় জয়ী দলগুলো জাতীয় পর্র্যয়ে চ্যাম্পিয়ন হবার জন্যে খেলবে৷