ফের গড়পেটার কাণ্ডে জড়িয়ে পড়লেন ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা ও তার সাথে আরও একজনের নাম উঠে এসেছে তা হলো অরবিন্দ ডিসিলভা৷ এদের বিরুদ্ধে ম্যাচ গড়পেটার অভিযোগ আনলেন শ্রীলঙ্কা বোর্ডের প্রাক্তণ প্রেসিডেন্ট থিলঙ্গা সুমতিপালা৷
গত ২৯ শে জুলাই রবিবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সুমতিপালা বলেন যে, প্রথম থেকে অর্জুন ও ডিসলভা ম্যাচ গড়পেটা সঙ্গে যুক্ত ছিল৷ ‘গুপ্তা’ নামে উপমহাদেশের এক জনৈক ব্যষ্টির কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার নিয়েছেন এরা দু’জনে৷ এই খবরটি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়াতে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটমহলে শোরগোল পড়ে গেছে৷
কিন্তু সুমতিপালার এই মন্তব্যে পুরোপুরি প্রমাণ হয়ে যাচ্ছে না যে এটিই পুরোপুরি সত্যি৷ কারণ অতীতে ফিরে তাকালে দেখা যাবে, সুমতিপালা ও রণতুঙ্গার সম্পর্ক খুবই তীক্ত ছিল, একে অন্যের নামে অভিযোগ করবার কোন সুযোগই ছাড়তেন না৷ রণতুঙ্গা বলেছিলেন যে সুমতিপালার পরিবারের সাথে বুকীদের যোগাযোগ বেশ ভালভাবেই আছে৷ গত দুমাস আগে সুমতিপালার বিরুদ্ধে আদালতে পর্যন্ত গিয়েছিলেন রণতুঙ্গার ভাই৷ সেখানে তিনি সুমতিপালার ফের বোর্ডে নির্বাচিত হওয়াতে স্থগিতাদেশ জারি করে দেন৷ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে আসন্ন চেয়ারে বসার আর একজন দাবীদার ও সুমতিপালার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিশান্ত৷
সুমতিপালার এই খবর ছড়ানোর পরে রণতুঙ্গা ও ডি. সিলভার কোন বিশেষ কিছু প্রতিক্রিয়া দেখাননি৷
রণতুঙ্গা এখন সংসদের একজন নেতা ও তিনি সংসদে জানিয়েছেন ইন্টারপোল তাকে জিজ্ঞাসাবাদ করে নির্দোষ বলে ঘোষণা করেছে৷ কিন্তু এই মন্তব্যকে সুমতিপালা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন৷ তিনি বলেছেন --- এখন ধরা পড়ার ভয় রণতুঙ্গা মিথ্যে সাফাই গাইছে৷