লেখক
শ্রীসমরেন্দ্রনাথ ভৌমিক
ঘন তমসায় ঢাকা চারিধার
চরম অবক্ষয়তায়,
পূবদিকে ঐ জাগিল ‘প্রভাত’
তোমারই হউক জয়৷
ভব যাতনায় কাতর মানব
খোঁজে মুক্তির দিশা,
‘প্রাউট’ নামের আলোক শিখায়
কাটবেই অমানিশা৷
দ্বন্দ্ব কাটবে, স্বাধীনতা দেবে
তোমার দেখানো পথ,
ওই পথে সাথী চালাও চালাও
তোমার জীবন রথ৷
- Log in to post comments