তোমাদের পাশে আমরাও....

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

জার্মান দলের ফুটবলাররা গোয়ার অ্যাঞ্জেল চিলড্রেনস্ ভিলেজ আশ্রমে গিয়েছিলেন৷ আশ্রমের আতিথেয়তা তাদের খুব ভাল লেগেছে৷ জার্মান গোলকিপার লুকা আশ্রমের পরিবেশ আর প্রায় তাদেরই বয়সী ছেলেমেয়েদের হাসিমুখ দেখে খুব খুশী৷ জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আশ্রমের ফাদারের হাতে তুলে দেওয়া হয়েছে ২ হাজার পাউণ্ড মানে দেড় লাখ টাকার কিছু বেশী৷