লেখক
পথিক
আমি যাযাবর, আমি পথে পথে ঘুরি
বাধি নাই কভু ঘর
রাতের তারার মত যাত্রা অবিরত
লক্ষ্য মোর ভৌগোলিক সীমার বাহিরে
কোন এক অবজ্ঞাত স্বর্গের দুয়ারে৷
পথে মোর তপ্ত মরুভূ,
মাথার ওপরে সেও ছন্নছাড়া আকাশের ধু–ধু৷
অনেক পর্বত আমি এসেছি ডিঙিয়ে–
আরও যাব বীরব্রত নিয়ে,
আসুক সহস্র বাধা রাতি,
অন্তরে জ্বলিছে মোর অনির্বান জ্যোতি৷
সুখ? সুখে মোর নাহি প্রয়োজন,
ও থাক অন্যের তরে থাক সর্বক্ষণ,
ওরা থাক সুখে, গতির আনন্দ মোর বুকে
গতির আবেশে থাকে যখন নর্তকী
তখনই তো রিনিকি–ঝিনিকি৷
- Log in to post comments