February 2022

অখণ্ড কীর্ত্তন

গত ৫ই ডিসেম্বর পুন্দাগ বাজারে স্থানীয় ইয়ূনিটের পরিচালনায় ৬ঘন্টাব্যাপী অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে আচার্য জ্যোতিরিষানন্দ অবধূত কীর্ত্তন মহিমা ও আনন্দমার্গ দর্শনের ওপর বক্তব্য রাখেন৷

ৰাৰার স্মৃতিসৌধে অখণ্ড কীর্ত্তন ঃ গত ১৯শে ডিসেম্বর আনন্দনগরে ৰাৰার স্মৃতিসৌধে তিনঘন্টা ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানামমন্ত্র অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর  ধর্মালোচনা হয়৷

 

মার্গীয়বিধিতে বৈপ্লবিক বিবাহ

গত ৬ই ডিসেম্বর পুন্দাগ বাজারে বিশিষ্ট আনন্দমার্গী শ্রীরামপদ গড়াই ও শ্রীমতি সাবিত্রী গড়াইয়ের পুত্র দেবাশিষের সহিত বোকারো ঝাড়খণ্ড নিবাসী  শ্রী মহানন্দ সাউ ও শ্রীমতী করুণা সাউ-এর কন্যা কল্যাণীয়া সিমরণের শুভ বিবাহ সম্পন্ন হয় আনন্দমার্গ চর্যাচর্য বিধিতে৷ পাত্রপক্ষে পৌরহিত্য করেন আচার্য মোহনানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ অনুময়া আচার্যা৷

গার্লস প্রাউটিষ্টের ত্রাণ

গত ১২ই ডিসেম্বর গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে ঝাড়গ্রামে দুঃস্থ মানুষদের মধ্যে মশারি, শাড়ী বিতরন করা হয় ও উপস্থিত সকলের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়৷ উক্ত ত্রাণ শিবিরে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল ও সেখানে প্রায় ৩০০ মানুষের চিকিৎসা করা হয় ও প্রয়োজনীয় ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়৷ শিবির পরিচালনায় ছিলেন গার্লস প্রাউটিষ্টের পক্ষে অবধূতিকা আনন্দ রূপাতিতা আচার্যা৷ তাঁকে সাহায্য করেন স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা৷

 

গার্লস প্রাউটিষ্টের প্রশিক্ষণ শিবির

গত ১১ই ডিসেম্বর ঝাড়গ্রামে গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল৷ এই প্রশিক্ষণ শিবিরে ৫০জন তরুণী অংশগ্রহণ করেন৷ অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্যার পরিচালনায় ও অভিজ্ঞ প্রাউটতাত্ত্বিকদের উপস্থিতিতে বর্তমান সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতিতে প্রাউটিষ্টদের করণীয় ও অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷

 

নারায়ণসেবা ও শীতবস্ত্র বিতরন

গত ২৬শে ডিসেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের গুয়াহাটি শাখা তাদের নূতন প্রাপ্ত জমিতে কীর্ত্তনের আয়োজন করেছিলেন ও কীর্ত্তন শেষে নারায়ণ সেবা করা হয় ও শতাধিক দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়৷ গুয়াহাটির সমস্ত মার্গী ভাইবোনেরা ও বহু স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷  স্থানীয় প্রশাসন আনন্দমার্গে এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে৷

 

মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

গত ১০ই ডিসেম্বর কোচবিহার জেলার মাথাভাঙায় বিশিষ্ট আনন্দমার্গী অপূর্বদেব ও নন্দিতা দেবের নবনির্মিত বাসগৃহে গৃহপ্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গ চর্যাচর্যবিধিতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য ব্রজনাথানন্দ অবধূত৷

 

নবান্ন উৎসব

গত ১৮ই ডিসেম্বর আনন্দনগর সংলগ্ণ চিতমু উপর পাড়ায় স্থানীয় আনন্দমার্গ ইয়ূনিটের উদ্যোগে নবান্ন উৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

 

আনন্দনগরে পর্যটক

আনন্দনগর দিন দিন ভ্রমণ পিপাষুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে৷ বিশেষ করে শীতের আনন্দনগরে বেশ একটা মনোরম পরিবেশ থাকে৷ লাল কাঁকুড়ে মাটির বুকে  মহুল পলাশের জঙ্গল, শীতের  আমেজ মাখা আনন্দনগরের শান্ত-স্নিগ্দ মনোরম পরিবেশ, পর্যটকরা প্রাণভরে উপভোগ করেন৷ গত ২৩ থেকে ২৭শে ডিসেম্বর কলিকাতার একটি পরিবারের পাঁচজন সদস্য আনন্দনগর ভ্রমণ করতে আসেন৷ তাঁরা আনন্দনগরের বিভিন্ন দর্শনীয় স্থান ও প্রজেক্ট পরিদর্শন করেন৷

আনন্দনগরে তন্ত্রপীঠের সংস্কারের কাজ শুরু

যোগ-তন্ত্র সাধনার পীঠস্থান আনন্দনগর৷ শৈবতন্ত্র, জৈনতন্ত্র বৌদ্ধতন্ত্র তিনের সংমিশ্রণ ঘটেছে আনন্দনগরে৷ তাই সাধকের কাছে আনন্দনগর এক পূণ্যভূমি৷

আনন্দনগরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত জানান--- আনন্দনগরে তন্ত্রপীঠগুলি সংস্কার করে সাধনযোগ্য স্থান করে গড়ে তোলা হবে৷ ইতিমধ্যে মধ্য আনন্দনগরে পরিবেশ সংবর্দ্ধন কানন শিমুল তলায়  তন্ত্রপীঠের  সংস্কারের কাজ শুরু হয়েছে৷

 

আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

মুর্শিদাবাদ জেলার সাগর পাড়ার অন্তর্গত নীলাম্বর নিবাসী বিশিষ্ঠ  আনন্দমার্গী লক্ষ্মণ মণ্ডল গত ১০ই ডিসেম্বর ২০২১ নিজ বাসভবনে প্রয়াত হন৷  ওই দিন আনন্দমার্গীয় প্রথায় তাঁর দাহকার্য সম্পন্ন হয়৷ গত ১৯শে ডিসেম্বর ২০২১ সকালে তাঁর জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী রুনা মণ্ডল সহ পরিবারের সকলের ব্যবস্থাপনায় আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশি ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উপস্থিতিতে সামাজিক দূরত্ববিধি  বজায় রেখে  সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মান্যতা দিয়ে আনন্দমার্গের বিধি অনুসারে (চর্যাচর্য) প্রয়াত লক্ষন মণ্ডল দাদার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷