মুর্শিদাবাদ জেলার সাগর পাড়ার অন্তর্গত নীলাম্বর নিবাসী বিশিষ্ঠ আনন্দমার্গী লক্ষ্মণ মণ্ডল গত ১০ই ডিসেম্বর ২০২১ নিজ বাসভবনে প্রয়াত হন৷ ওই দিন আনন্দমার্গীয় প্রথায় তাঁর দাহকার্য সম্পন্ন হয়৷ গত ১৯শে ডিসেম্বর ২০২১ সকালে তাঁর জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী রুনা মণ্ডল সহ পরিবারের সকলের ব্যবস্থাপনায় আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশি ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উপস্থিতিতে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মান্যতা দিয়ে আনন্দমার্গের বিধি অনুসারে (চর্যাচর্য) প্রয়াত লক্ষন মণ্ডল দাদার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷
প্রভাত সঙ্গীত,মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন পরিবেশন করেন শ্রীমতী ঋতু সরকার৷ মিলিত সাধনা, গুরুপূজার পর মূলপর্ব শ্রাদ্ধানুষ্ঠানের পৌরহিত্য করেন আনন্দমার্গের বিশিষ্ঠ সন্ন্যাসী আচার্য বিশ্বতারনানন্দ অবধূত৷
আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য কি ও কেন, এর ওপর মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন আনন্দমার্গের বিশিষ্ঠ সন্ন্যাসী কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ অনুষ্ঠানটি সঞ্চনালনা করেন বিশিষ্ঠ সমাজ কর্মী-শ্রী দিব্যেন্দু চৌধুরী৷