শক্তির স্পর্ধা পতনের পথ
চল্লিশ বছর অতিক্রান্ত৷ বিংশ শতাব্দীর পৈশাচিকতম ঘটনাটি ঘটেছিল সভ্যতা ও সংসৃকতির পীঠস্থান কলিকাতা মহানগরীর বুকে প্রকাশ্য দিবালোকে বিজন সেতুর উপর৷ বিজন সেতু কোন বিজন উপবন নয়৷ শহরের মাঝে ঠিক বালিগঞ্জ স্টেশনের পাশেই রেল লাইনের ওপর দিয়ে ব্রীজটি একপাশে ব্যস্ততম গড়িয়াহাট ওপর দিকে কসবা ই.এম বাইপাস সংযোগ৷ যা আজকের মত এতটা জমজমাট ছিল না৷ তবে সেতুর দুইপাশে জনবসতি, দোকান বাজার, কাঁচা সবজির বাজার---সকাল থেকেই অসংখ্য মানুষের আসা-যাওয়া শুরু হয়ে যায়৷ এই জনবহুল স্থানকেই বেছে নিয়েছিল সেদিনের শাসক দলের ঘাতক বাহিনী আনন্দমার্গকে নিশ্চিহ্ণ করতে৷