অগ্ণিযুগের বীর বিপ্লবী --- বাঘা যতীন
নদীয়া জেলার একটি গ্রাম৷ সন্ধ্যার অন্ধকারে গ্রামের পথঘাট জনশূন্য হয়ে যায়৷ মনে হয় বুঝি শ্মশানের নিঝুমতা নেমে এসেছে৷ কিন্তু কেন? বিরাট এক রয়েল বেঙ্গল টাইগার গ্রামে হানা দিতে শুরু করেছে৷ বাঘটা ভীষণ হিংস্র৷ গরিব চাষিদের গরু-বাছুর গোয়াল থেকে টেনে নিয়ে যায়৷ চাষিরা কান্নাকাটি শুরু করে দিল৷ কে তাদের বাঘের অত্যাচার থেকে বাঁচাবে? তখন ওই গ্রামে মামার বাড়িতে তার ছোটবেলার দিনগুলো কেটে ছিল৷ গ্রামের অনেকের সাথে সুন্দর সম্পর্ক৷ বিশেষ করে শ্রমজীবী সাধারণ মানুষদের তিনি খুবই ভালোবাসেন৷ যতীন মুখার্জি ঠিক করলেন তিনি বাঘের সঙ্গে লড়াই করবেন৷ কিন্তু কি ভাবে?
- Read more about অগ্ণিযুগের বীর বিপ্লবী --- বাঘা যতীন
- Log in to post comments