আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা ও ৪ঠা সেপ্ঢেম্বর টাটুয়াড়া গ্রামে বাৎসরিক অখণ্ড নাম সংকীর্ত্তন উপলক্ষ্যে ২৪ ঘন্টা ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান ও নারায়ণসেবার আয়োজন করা হয়৷ আচার্য নারায়ণানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য জ্যোতিরিশানন্দ অবধূত কীর্ত্তন মহিমা সম্বন্ধে ব্যক্ত করেন৷ কীর্ত্তনশেষে টাটুয়াড়া নিবাসী সুমালী ও যুবরাজ কুমারের প্রথম কন্যা সন্তানের আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুসারে মিলিতভাবে নামকরণ করা হয় ‘‘সুতপা’’৷ পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷

ৰাৰা স্মৃতি সৌধে অখণ্ড কীর্ত্তন ঃ প্রতি মাসে তৃতীয় রবিবার আনন্দনগর ৰাৰা স্মৃতি সৌধে সকাল ৯-১২টা তিন ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ হয়ে আসছে৷ গত ১৮ই সেপ্ঢেম্বর ২০২২ নির্ধারিত কীর্ত্তন শেষে ‘তাণ্ডব ও কৌশিকী’’ নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়৷ সবশেষে মিলিত আহারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে৷