বনগাঁয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পন দিবস উদ্যাপন
গত ১৭ই জানুয়ারী বনগাঁয় প্রয়াত ডঃ নরেন্দ্রনাথ মল্লিকের বাসভবনে ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পন দিবস পালিত হয়৷ এই উপলক্ষ্যে বনগাঁ সহ উঃ২৪পরগণার বিভিন্ন এলাকা থেকে মার্গের অনুগামী ভক্তবৃন্দ সমবেত হন ডাঃ মল্লিকের বাসভবনে৷ অনুষ্ঠান শুরু হয় প্রভাত সঙ্গীত দিয়ে৷ সকাল ৯টা থেকে শুরু হয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রদত্ত অষ্টাক্ষর মন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ সহযোগে অখণ্ড কীর্ত্তন৷ বেলা বারোটায় কীর্ত্তন শেষ হয়৷ সমবেত সাধনা, বর্ণাঘ্যদান, স্বাধ্যায় পাঠের মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব৷ এরপর শুরু হয় আলোচনা৷ কীর্ত্তনের মহিমা, গুরুত্ব ও মানব কল্যাণে আনন্দমার্গ দর্শন ও শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান ন