সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নদীয়া জেলার, শিমুরালী আনন্দমার্গ স্কুলে ‘বিদ্যাদিবস’ উপলক্ষ্যে ২৬শে জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মি থেকে বেলা ১টায় পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায় হয়৷ ‘‘বিদ্যাদিবস’’ ও কীর্ত্তন মহিমার ওপর মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীন আনন্দমার্গী গৌরাঙ্গ ভট্টাচার্য, ভুক্তিপ্রধান---ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ উল্লেখ্য যে ভি.এস.এস ও জি.ভি,এস.এস নদীয়া জেলা শাখার যৌথ প্রয়াসে অনুষ্ঠান অঙ্গনে সারাদিন ব্যাপী একটি আয়ুর্বেদিক মেডিকেল ক্যাম্প এ ৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করেন ওষুধ বিতরন করে ডাঃ বিবেক জ্যোতি সরকার৷ তাঁকে সহযোগিতা করেন শ্রীমতি তনুকা সরকার৷