বিকাশমান অর্থনীতির বেহাল দশা ক্ষয়িষ্ণুতার পথে ভারতের অর্থনীতি
১৪০ কোটি নাগরিকের দেশ ভারতের জাতীয় সম্পদের ৮০ শতাংশের নিয়ন্ত্রক মাত্র দশ লক্ষ ধনিক শ্রেণী৷ এরাই অর্থনীতির সমৃদ্ধির ভুল তথ্য দিচ্ছে জনগণের সামনে৷ এই রকমই মন্তব্য বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের ২৪শে এপ্রিল প্রকাশিত একটি নিবন্ধে৷ ‘হাউ ইন্ডিয়াজ ইকনমি হ্যজ রিয়েলি ফেয়ারড আন্ডার মোদি’ শিরনামে নিবন্ধে জিডিপি বৃদ্ধির হার নিয়ে ভারতের দাবীকেও নস্যাৎ করা হয়েছে৷ নিবন্ধে বলা হয়েছে ভারতে ৮ শতাংশ জিডিপি বৃদ্ধির দাবী নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মোদির প্রাক্তন অর্থনৈতিক পরামর্শ দাতারাই৷ যে পদ্ধতিতে জিডিপির হিসাব হচ্ছে সেই পদ্ধতি নিয়েও প্রশ্ণ তুলেছে ওই নিবন্ধে৷