মনিপুরে দীর্ঘদিন ধরে দুই সম্প্রদায়ের সংঘর্ষ চলছে৷ গত বছর ৩রা মে মেইতেই সম্প্রদায়ের এক হিংস্র জমায়েত থেকে বাঁচতে কুকী সম্প্রদায়ের দুই মহিলা পুলিশের কাছে আশ্রয় নেয়৷ কিন্তু পুলিশি তাদের ওই হিংস্র জনতার সামনে ছেড়ে দেয়৷ সিবিআই তদন্তে এমনটাই উঠে এসেছে৷
গুয়াহাটিতে সিবিআই-এর বিশেষ আদালতে ওই ঘটনার চার্জসিট জমা দিয়েছে সিবিআই৷ চার্জসিটে বলা হয়েছে হিংস্র জনতার হাত থেকে বাঁচতে দুই মহিলা পুলিশের গাড়ি দেখে সেই গাড়িতে আশ্রয় নেয়৷ কিন্তু পুলিশ তাদের কোনরূপ সাহায্য না করে উন্মত্তং জনতার হাতেই ছেড়ে দেয়৷ পরে সেই উন্মত্ত জনতা দুই মহিলাকে নগ্ণ করে শারীরিক নির্যাতন চালায়, ওই অবস্থায় রাস্তায় চলতে বাধ্য করে৷ এই নিয়ে ওই সময় গোটা দেশে শোরগোল পড়েছিল৷ দুই মহিলার একজনের স্বামী কারগিল যুদ্ধের সৈনিক ছিলেন৷ সিবিআই-এর চার্জসিটে বলা হয়েছে পুলিশের গাফিলতির কারণেই দুই মহিলা নির্যাতিত হন ও কুকী যুবকরাও আক্রান্ত হয়৷ ঘটনার সময় পুলিশকর্মী উপস্থিত থাকলেও কাউকে বাঁচাতে সাহায্য করেনি৷