জাপান সোসাইটি ফর দি প্রমোশন অফ সায়েন্স (জে এস.পি.এস) বিকল্প শক্তির উৎস খুঁজতে গবেষণার জন্যে বিশ্বের বিভিন্ন দেশের সেরা ১১জন গবেষককে বেছে নিয়েছে৷ এই ১১জনের মধ্যে স্থান পেয়েছেন বাঙলার সন্তান পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার প্রত্যন্ত গ্রাম রায়েরপাড়ার বাসিন্দা শুভ্রজ্যোতি ঘোষ, বয়স ২৭ বছর৷ বাবা সুভাষচন্দ্র ঘোষ ও মা পার্বতী ঘোষ৷ ২০১৯ সালে এম.এস.সি পাশের পর নেট ও গেট পাশ করে গুয়াহাটি আই.আই.টি থেকে পি.এইচ.ডি করেন৷
বিজ্ঞান যেমন নিত্যনূতন দ্রব্য মানুষের হাতে তুলে দিচ্ছে তেমনি শক্তির চাহিদাও বাড়ছে৷ জীবাশ্ম জ্বালানির ভাণ্ডারও ক্রমশঃ কমে যাচ্ছে৷ তাই বিকল্প শক্তি উৎপাদনের দিকে নজর দিচ্ছে জাপানের এই সংস্থা--- জে.এস.পি.এস৷ শক্তি নিয়ে গবেষণার জন্যে জাপানের সংস্থাটি সারা বিশ্বের সেরা ১১জন গবেষককে নির্বাচন করেছে৷ ওই ১১ জনের মধ্যেই আছেন শুভ্রজ্যোতি ঘোষ৷ এই গবেষক দল মূলতঃ জল ও বাতাসের মধ্যে থাকা কার্বন-ডাই-অক্সাইড থেকে শক্তি উৎপাদনের নূতন উৎস তৈরীর কাজ করবেন৷ এই কাজে সফল হলে যেমন বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমান কমবে ও বায়ু দুষণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে৷