স্বভাব যায় না ম’লে
(‘কথামালা’ অবলম্বনে রচিত)
এক যে ছিল চাষী
এবার তবে তার কথাতেই আসি৷
শীতের ভোরে চাষের কাজে
যাচ্ছিল সে ক্ষেতে,
পথে যেতে যেতে
দেখতে পেলো প্রকাণ্ড এক সাপ
তিড়িং করে লাফিয়ে উঠলো---
ওরে বাপরে বাপ!
সাপটা ছিল মরো মরো
হিমেতে আচ্ছন্ন
চাষীর মনে জাগলো মায়া
তাই সাপটার জন্য৷
বাড়িতে এনে আগুনে সেঁকে
খাইয়ে কিছু খাবার
যত্নে তাকে আগের মতো
করলো চাঙা আবার৷
চাষীর ঘরে যত্ন-আত্যির
ছিল না কোন অভাব,
তবুও সাপের বদলালো না স্বভাব৷
- Read more about স্বভাব যায় না ম’লে
- Log in to post comments